ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ-সাউথ জোন এবং ২টি কর্পোরেট শাখার উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী।
সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। এই সময় বক্তব্য রাখেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।
চট্টগ্রাম সাউথজোন প্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন। চট্টগ্রাম নর্থ ও সাউথ জোনের অধীন শাখাসমূহ এবং আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply