বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-৮ এ সময় ১৯৫ বোতল ফেন্সিডিল ও ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে ।
দিবাগত রাতে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন জাহিদ কমিশনারের বাড়ির পূর্ব পাশে মাইষাপোতা সাকিনস্থ মোঃ সোহেল মোল্লা ও ল্যাংড়া সোহেল (৩৫) এর বাড়ির মধ্যে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে র্যাব-৮ অভিযান পরিচালনা করে।
তবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ৮ এর উপস্থিতি টেরপেয়ে আসামী পালিয়ে যায়।
পরবর্তীতে র্যাব ৮ এর সদস্যরা ঘটনা স্থানে তল্লাসী করে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আব্দুল মতিন বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ভবিষ্যতে র্যাবের ৮ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply