রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গত সপ্তাহে তার কার্যালয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে ‘মারধরের’ অভিযোগ উঠেছে। তবে সংসদ সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার (১৩ জুলাই) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান এ তথ্য জানান।
পরিচালক আতাউর রহমান বলেন, অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিন গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপাচার্য বলেন, ‘অধ্যক্ষ মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
প্রসঙ্গত, গত ৭ জুলাই রাতে রাজশাহীর নিউমার্কেট সংলগ্ন রাজশাহী-১ আসনের এমপি ফারুক চৌধুরীর মালিকানাধীন ওমর থিম প্লাজার চেম্বারে লোকজনের সামনে অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
গতকাল একটি জাতীয় পত্রিকায় নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সেলিম রেজা ফেসবুকে লিখেন, এমপি তাকে মারধর করেননি। আসলে ওইদিন সংসদ সদস্যের সঙ্গে দেখা করা শিক্ষকরা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী কর্মকাণ্ড ও মন্তব্য এর আগেও একাধিকবার সংবাদপত্রের শিরোনাম হয়েছে।
এদিকে এমপি জানিয়েছেন, তিনি আজ বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানে অধ্যক্ষ সেলিম রেজার উপস্থিত থাকার সম্ভাবনা আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply