ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবিএল) এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা বিনিয়োগ বিতরণ এবং সামাজিক দায়বদ্ধতার আওতায় সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply