রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ৬টা থেকে রোববার (৫ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে ডিএমপি জানিয়েছে, এ সময় আটকদের কাছ থেকে ৪ হাজার ৬৪০ পিস ইয়াবা, ৫২ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৪৫৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল, ২ বোতল দেশি মদ ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply