
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারের ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ শে জানুয়ারি) বিকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোঃ রেজাউল করিম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।
মোঃ রেজাউল করিমের স্ত্রী রিমি আক্তার বলেন, আমার স্বামী কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। তিনি একজন রাজনৈতিক কর্মী তিনি বিএনপি করে। সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আমার স্বামী। অথচ আজ তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনি। তার গ্রেফতারের পর আমরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের ছোট ছোট সন্তানরা প্রতিদিন বাবার জন্য কান্না করছে, অথচ আমি তাদের কোনো উত্তর দিতে পারছি না।তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার নিরপরাধ স্বামীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। একজন নির্দোষ মানুষকে এভাবে হয়রানি করে কোনো সভ্য রাষ্ট্র চলতে পারে না।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল হেলাল বলেন, মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে যার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মামলার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা তার মুক্তি চাই। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য আমসুদুর রহমান রাসেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কালাম, ছাত্রদল নেতা মো: ইমন, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি মো: এরশাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আল হেলাল, রেজাউল করীম এর স্ত্রী মোসাম্মদ রিমি আক্তার ও মোসাম্মদ নূসরাত জাহানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply