
২৪ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ২৮-৩১ জানুয়ারি ২০২৬, চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায় একযোগে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ – উইনটার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬। প্রদর্শনীদ্বয়ে ৬৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ৩২৫টি কোম্পানি অংশগ্রহণ করেছে। ২৮ জানুয়ারি (বুধবার), সকাল ১১:৪৫ ঘটিকায় আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
২৮ জানুয়ারি, বুধবার, আইসিসিবির ৩ নম্বর রাজদর্শন হলে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক। এছাড়া, আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন চেন বো, সেক্রেটারি জেনারেল, সিসিপিআইটি-টেক্স চায়না।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সং ইয়াং, কমার্শিয়াল কনস্যুলেট, দ্যা অ্যাম্বাসি অফ দ্যা পিপল’স রিপাবলিক অফ চায়না ইন বাংলাদেশ; আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (ভারপ্রাপ্ত), বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; মো. ফিরোজ উদ্দিন, অতিরিক্ত সচিব, (অতিরিক্ত দায়িত্ব: আইসিটি, ইনোভেশন অ্যান্ড পিআরজিআইএম), শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; নাফিস-উদ-দৌলা, পরিচালক, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply