
জিএম রাশেদ: ‘বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।’
সোমবার (২৬ জানুয়ারি) কাকরাইলে আইডিইবি ভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই আহ্বায়ন জানান সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, সরকারের ব্যাপক রাজস্ব ব্যয়ে তৈরি ডিগ্রি প্রকৌশলীরা গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে দেশকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার পরিবর্তে নিম্নপদে সুপারভিশন ও রক্ষণাবেক্ষণ কাজে যোগদান করার অপপ্রয়াস নিয়েছে। তারা মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থায় মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রি উল্লেখ করে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে। ডিগ্রি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিরসনে যখন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে যাচ্ছে, তখন ডিগ্রি প্রকৌশলীদের এধরনের ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার অপকৌশল কিনা, তা খতিয়ে দেখার জন্য সংবাদ সম্মেলন থেকে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফার দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মোঃ মোস্তাফা কামাল, প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া, প্রকৌশলী আজিজুর রহমান, প্রকৌশলী মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply