রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষের নির্বাচনী পথসভা উত্তরায় সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে মরহুমা বেগম জিয়ার রুহের দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ত্রয়োদশ রাষ্ট্রীয় নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নারী প্রার্থীদের ইশতিহার, মানুষ হিসেবে রাষ্ট্রে সকল ধর্মের সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফু-ওয়াং সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিডিকম অনলাইন জৈন্তাপুর ডিবি হাওরের লাল শাপলা পর্যটনের সৌন্দর্য হারাতে বসেছে কচুরিপানার আগ্রাসনে সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এটিএম ও অনলাইন ব্যাংকিং বন্ধ ৯ দিন রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫পরিবারের সর্বস্ব ভস্মীভূত ময়মনসিংহ নগরীতে মসিকের অর্থায়নে শতাব্দীর প্রাচীনতম পানির কল সংরক্ষণ

ময়মনসিংহ নগরীতে মসিকের অর্থায়নে শতাব্দীর প্রাচীনতম পানির কল সংরক্ষণ

মকবুল হোসেন
  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টিতে অবস্থিত একটি শতাব্দী প্রাচীন পানির কল সংরক্ষণ করা হয়েছে।এই সংরক্ষণ কার্যক্রমটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অর্থায়নে সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করেছেন।

আজ (২৫ জানুয়ারি ২০২৬)বেলা ১১ টায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সংরক্ষণ কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ময়মনসিংহ অঞ্চল পুরাকীর্তি সুরক্ষা কমিটি, এই উদ্বোধন অনুষ্ঠানটির আয়োজন করে। সংরক্ষণ কাজটি পুরাকীর্তি সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ, ট্রাংকপট্টি জহির উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ একত্রিত হয়ে উদ্বোধন করেন।

জানা যায়, ১৮৯২ সালে ইংল্যান্ডে তৈরি এই প্রযুক্তির পানির কলের দ্বারা সর্বপ্রথম ময়মনসিংহ নগরীতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়। তৎসময়ে ভারতের হুগলীতে পানির কল স্থাপিত হলে মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরী এই প্রযুক্তি ময়মনসিংহে নিয়ে আসেন। নাগরিকদের বিশুদ্ধ পানির জন্য নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা হয়। রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস হতে কলসমূহে পানি সরবরাহ করা হতো। কালের আবর্তে সংরক্ষণের অভাবে শতাব্দী প্রাচীন পানির কলগুলো বেহাত/বিলীন হয়ে গেছে। বর্তমানে একমাত্র পানির কল রয়েছে ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টিতে। এ অবস্থায়, গত ১২ আগস্ট ২০২৫ কলটি পরিদর্শন করে ময়মনসিংহ নগরীতে সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থার স্মৃতিস্বরুপ পুরাকীর্তি নিদর্শন হিসেবে সংরক্ষণ করে প্রজন্মের সামনে তোলে ধরার দাবী জানায় পুরাকীর্তি সুরক্ষা কমিটি। পরবর্তীতে এ দাবীতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতাব্দী প্রাচীন পানির কলটির সংরক্ষণ কাজ বাস্তবায়ন করে।

পুরাকীর্তি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে সম্যখ জ্ঞান লাভ করে। বাংলাদেশের রয়েছে পুরাকীর্তির ভান্ডার। যার একটি উল্লেখযোগ্য ভান্ডার আছে ময়মনসিংহ অঞ্চলে। ময়মনসিংহ নগরীর ট্রাংকপট্টির এই পানির কলটি ময়মনসিংহের পুরাকীর্তি ভান্ডারের অংশ। এটি সংরক্ষণের ফলে প্রজন্ম জানতে পারবে ময়মনসিংহ নগরীতে সর্বপ্রথম কখন কিভাবে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছিল। তিনি আরো বলেন, ময়মনসিংহ অঞ্চলে শত শত পুরাকীর্তি অবহেলিত অবস্থায় রয়েছে, যা আজ ধ্বংসের পথে। এসব অবহেলিত পুরাকীর্তি সংরক্ষণে সংশ্লিষ্ট প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক স্বপন ধর, প্রকৌশলী এম এ জিন্নাহ, কবি সরকার আজিজ, কার্যকরী সদস্য সাংবাদিক শাফিয়েল আলম সুমন, মো: আব্দুল মান্নান খান, সাংবাদিক সজিব রাজভর বিপিন, শাহরিয়ার আহমেদ আশিক, ট্রাংকপট্টি জহির উদ্দিন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রফিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: ফারুক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মো: খসরু আহমেদ এবং স্থানীয় অসংখ্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS