
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর এক বৃহৎ যৌথ মহড়া গতকাল ২২জানুয়ারি বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। এসময় গফরগাঁও রেল স্টেশন প্ল্যাটফর্ম, বুধিয়া মার্কেটের সম্মুখভাগ, জামতলা মোড়সহ আশ পাশের এলাকায় জেলা প্রশাসক সাধারণ ভোটারদের সাথে কথা বলেন ও সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও জেলা পরিষদের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে মতবিনিময় ও সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। এসময় তিনি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply