
সাইফুল ওয়াদুদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ১৭ জানুয়ারি ২০২৬ রাতে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
যাহার সিজার মূল্য-২৯,২০,০০০/- টাকা। একই দিনে ভোর ০৪৩০ ঘটিকায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৫০,৪০০/-টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন(পিএসসি) বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তের সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply