শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন নিহত সিগনেচার ৯৪-এর বর্ষপূর্তিতে বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত দিনাজপুর-১ আসনের বিএনপির প্রার্থীর বড়ভাই এর মৃত্যু রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন যুবক গ্রেফতার সালথায় যৌথবাহিনী ও পুলিশের বিশেষ চেক পোস্ট পরিচালনা করা হয় পুনরায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি–২০২৬ পেলেন কাটগড় রাজাপুকুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি উদ্ধার শবে মেরাজ- সীমানা ছাড়িয়ে অসীমের সান্নিধ্য পাওয়ার এক আধ্যাত্মিক মহামিলনের মহাকাব্য! কুড়িগ্রামের উলিপুরে এস এস সি ৮৮ ব্যাচের পক্ষ থেকে কম্বল বিতরণ

দিঘলিয়া সম্প্রীতির আবহে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু; উপজেলা বিএনপি ও প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতি

জাহিদ হোসেন
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি: খুলনা দিঘলিয়া উপজেলার বারাকপুর সর্বজনীন মাতৃ মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১০ম বার্ষিক ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত এই অনুষ্ঠানটি ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বারাকপুরের পুরাতন কাউন্সিলের পাশে অবস্থিত মন্দির প্রাঙ্গণে চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে যোগ দিয়েছেন হাজারো ধর্মপ্রাণ ভক্ত।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে উপস্থিত হয়ে ভক্ত ও সুধীজনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টু। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন:
“এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। বিএনপি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আপনারা সবসময় ভালো থাকবেন, আপনাদের ভালো থাকার সর্বপ্রকার সহযোগিতায় আমরা পাশে আছি। হিন্দু-মুসলমান একে অপরের ভাই, কেউ কারো থেকে আলাদা কোনো সত্তা নয়—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আদর্শেই বিশ্বাসী।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই দেশে জন্ম নেওয়া প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, “সে হোক বাঙালি বা অন্য ভাষাভাষী, এই দেশের প্রতি ইঞ্চি মাটির ওপর সবার সমান অধিকার। সম্প্রীতির দল, মাটি ও মানুষের দল বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই সম্প্রীতির বার্তা আমাদের নেতা তারেক রহমানের বার্তা। আমরা একটি সুখী ও সম্প্রীতির বাংলাদেশ চাই।”

উপস্থিত ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, “সকল সৎ ও ভালো কাজে আপনারা আমাদের পাশে পাবেন। কোনো প্রকার জুলুম বরদাশত করা হবে না। আমার নম্বর আপনাদের কাছে আছে, কোনো সমস্যা হলে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব—এটি আমাদের ওয়াদা এবং এই ওয়াদা থেকে আমরা এক চুলও নড়ব না।”

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা শফিউদ্দিন শাফি সহ থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। তারা আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন এবং অনুষ্ঠানটির সার্বিক খবরাখবর সংগ্রহ করেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই সম্প্রীতির মিলনমেলায় অংশগ্রহণ করেন।

১৬ প্রহর ব্যাপী এই অখণ্ড নাম যজ্ঞে দেশের বিভিন্ন স্থান থেকে আগত খ্যাতনামা কীর্তনীয়া দলগুলো নাম সুধা পরিবেশন করছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্দির এলাকায় এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। আগামী রবিবার ধূলট উৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটির পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS