
শীত এলো. শীত এলো
সব ঋতু ফেলে।
ধীরমন্তর পদচারণায়
কুয়াশা ভেজা ঘাসে।
কাকডাকা ভোরে
ভোর বেলায় সব পাখিগুলো
কলকলিয়ে ডাকে
তাপ পাওয়ার আশায় সবাই
রোদকে খুঁজে ফিরে।
হিম হিম শীতে জবুথবু হয়ে
লোকজন কাজে যায় নিত্য সময়ে।
পথের মানুষগুলো পাতা কুড়িয়ে
উনুন জালায় রাতভরে।
শীতে যেমন একদিকে কষ্টের
অন্য দিকে তা মজার
আমাদের পিঠাপুলির
দেশ এই বাংলাদেশ।
শীত এলে গ্রামে গঞ্জে
পিঠা বানানোর চলে উৎসব,
নানী -দাদীরা উনুনে বানায়
হরেক রকম পিঠা- পায়েস সন্দেশ।
ভাপা পিঠা খেজুরের রস দিয়ে
খেতে লাগে সেই বেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply