
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার একটি কেরানির দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো. ইউনুসের ছেলে রাকিবের কাছে একই এলাকার মো. নুরনবীর ছেলে তামিম হোসেনের ৬০০ টাকা পাওনা ছিল। এ বিষয় নিয়ে শনিবার বিকেলে ক্রিকেট খেলার সময় রাকিব ও তামিমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী ঝগড়া থামাতে গেলে তামিমকে চড়-থাপ্পর দেন।
এর জের ধরে সন্ধ্যায় শাকিল মিস্ত্রী কেরানির দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় হঠাৎ করে তামিম পেছন দিক থেকে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে শাকিল মিস্ত্রী মারা যান।
এ ঘটনায় নিহতের পিতা মো. ইউনুস বাদী হয়ে তামিম হোসেনকে একমাত্র আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০২।
মামলার তদন্তকারী কর্মকর্তা তজুমদ্দিন থানার এসআই আর এম জাকির হোসেন বলেন, মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত গ্রেপ্তার করে তাকে জেলা হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply