
এম.এ.সিদ্দিক, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জানুয়ারি ২০২৬ ইং সকাল ৯টা থেকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঠাল বাগান এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিটি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি-এর নেতৃত্বে পরিচালিত হয়।
মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্ত ও অসহায় প্রায় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫০ জন পাহাড়ি ও বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করছে।
স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply