শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ওরিয়ন গ্রুপকে অবৈধ সুবিধা, ৫০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা জানুয়ারির প্রথম ৭ দিনেই এলো ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স জ্বালানি, ডিজিটাল দক্ষতা ও নগর উন্নয়নে বাংলাদেশকে ২১.৭৭ মিলিয়ন ইউরো অনুদান দিচ্ছে জার্মানি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ১২১ দেশে ৭ লাখ ৬৭ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্পন্ন ক্ষুধা রাজ্যে; তাছলিমা আক্তার মুক্তা গফরগাঁওয়ের আমির হোসেন চেয়ারম্যান ইন্তেকাল করেছেন দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন ঘুমন্ত মানুষদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দিলেন নতুনধারার নেতৃবৃন্দ মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা: মীরসরাইয়ে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত সুপ্রিম কোর্টের নির্দেশে পাবনা-১ ও ২ আসনে ভোট কার্যক্রম বন্ধ

এমপিওভুক্তির গণবিজ্ঞপ্তি জারি, স্থগিত হলো শিক্ষকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

দীর্ঘ ৬৭ দিনের নিরবিচ্ছিন্ন আন্দোলনের মুখে অবশেষে সারা দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির লক্ষ্যে সরকার গণবিজ্ঞপ্তি জারি করায় নিজেদের লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে “সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ”। আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

গত ৬৭ দিন ধরে হাড়কাঁপানো শীত ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছিলেন নন-এমপিও শিক্ষকরা। আজ ছিল তাঁদের আন্দোলনের ৬৭তম দিন। আন্দোলন চলাকালীনই সরকারের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষে এমপিও নীতিমালা-২০২৫ জারি হয়েছে এবং আজ গণবিজ্ঞপ্তি জারি হলো। একে শিক্ষকদের দীর্ঘদিনের ত্যাগের জয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

গণবিজ্ঞপ্তি জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, “আমাদের দীর্ঘদিনের নায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা ৬৭ দিন ধরে রাজপথে ছিলাম। সরকার অবশেষে এমপিওভুক্তির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে, যা আমাদের প্রাথমিক বিজয়। সরকারের এই সিদ্ধান্তে মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জানাই। এই সরকারের মেয়াদেই এমপিওভুক্তির কোড চাই।

সংবাদ সম্মেলনে মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুছ শাহাদাৎ আজাদী বলেন, এমপিওভুক্তি দেশের ঝুলে থাকা হাজার হাজার শিক্ষক ও তাঁদের পরিবারের মুখে হাসি ফোটাবে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, গণবিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করে শিক্ষকদের বেতন-ভাতা নিশ্চিত করা হবে।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক বলেন যে, শূণ্য বলেন থেকে যাত্রা শুরু করে আমাদের এই অর্জন। সারাদেশের সকল জেলা এবং উপজেলার নন এমপিও শিক্ষক এবং সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি দ্রুত সময়ের মধ্যেই সরকারের পক্ষ থেকে কারীগরি ও মাদ্রাসা বিভাগের অবশিষ্ট কাজ সম্পন্ন করে একসঙ্গেই এমপিওভুক্তির কাজ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ বাকী বিল্লাহ, সহ-সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, মাওলানা মোবারক হোসেন, প্রভাষক গোলাম মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, মিজানুল হক মামুন, প্রধান শিক্ষক আবু বকর মোঃ এরশাদুল হক, সুপার ফরহাদ হোসেন বাবুল, অধ্যক্ষ আবতাবুল আলম, প্রভাষক রায়হান কবির, প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষক জাহিদ হোসেনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS