
রিয়াদ হোসাইন, লাকসাম প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ভুয়া পরিচয়ের কারণে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা, বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা হারানোর ঝুঁকিতে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লাকসাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোনো ধরনের সাংবাদিকতা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ কিংবা স্বীকৃত গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা ছাড়াই কিছু ব্যক্তি গলায় ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। অভিযোগ রয়েছে, এদের অনেকেই কখনো কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেননি কিংবা কোনো নিবন্ধিত মিডিয়া হাউসের সঙ্গে সম্পৃক্ত নন।
ভুয়া সাংবাদিক পরিচয়ের আড়ালে এসব ব্যক্তি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে ভয়ভীতি প্রদর্শন, অবৈধ সুবিধা আদায়, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে প্রকৃত সাংবাদিক সমাজ যেমন বিব্রত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের কাছেও গণমাধ্যমের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মনে করছেন, ভুয়া সাংবাদিকদের অবাধ চলাচল অব্যাহত থাকলে পেশাদার সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে এসব ভুয়া সাংবাদিককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের জন্য একটি যাচাইযোগ্য, স্বচ্ছ ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত পরিচয়পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন তারা। এতে সাংবাদিকতার নামে অপব্যবহার বন্ধ হবে এবং দায়িত্বশীল সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে মত দেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply