
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (BBTA) আয়োজিত “Artificial Intelligence: Reshaping Financial Services and Its Regulation” শীর্ষক সেমিনারে Keynote Speaker হিসেবে বক্তব্য প্রদান করেছেন পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (BBTA)-তে আয়োজিত এই সেমিনারে তিনি আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার, সম্ভাবনা, ঝুঁকি, নৈতিকতা এবং নিয়ন্ত্রক কাঠামোর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি আর্থিক সেবাকে আরও দক্ষ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে; তবে এর কার্যকর বাস্তবায়নের জন্য সুশাসন, দায়িত্বশীল ব্যবহার এবং সময়োপযোগী নিয়ন্ত্রক প্রস্তুতি অপরিহার্য।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির আমন্ত্রণে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের নীতিনির্ধারক, প্রশিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply