রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা: তারিখ জানাল ঢাবি, কেন্দ্র পরিবর্তন সম্ভব অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক হওয়ায় ভোগান্তিতে বয়স্ক করদাতারা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ভারতের ভিসা আবেদন কার্যক্রম ট্রাস্ট ব্যাংক পিএলসি “রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন করেছে চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক-চবি’র কর্পোরেট চুক্তি ভৈরবে দুই প্রতিষ্ঠানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ওসমান হাদীর খুনিদের ফাঁসির দাবিতে আইএইচআরসি’র প্রতিবাদী সমাবেশ আদালতের আদেশে আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সহযোগিতা করবে জামায়াত আমির চুয়াডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী

মকবুল হোসেন
  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আনুষ্ঠানিক সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আজ শেষ হলো ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫। আড়ম্ভরপূর্ণ পরিবেশে বিভাগীয় নগরীর টাউন হল প্রাঙ্গণে ১২ ডিসেম্বর শুরু হওয়া ০৯ দিনব্যাপী বইমেলাটির সমাপ্তি হলো আজ ২০ ডিসেম্বর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ, শহিদ গর্বিত পিতা জামিল হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, শেষকৃত বইমেলা আমাদের আগামীর প্রেরণা হয়ে থাকবে। বইমেলাকে জীবিত রাখতে বই পড়ার অভ্যাস করুন। মোবাইলসহ ডিজিটাল যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। বইকে আমাদের জীবনে গুরুত্ব দেওয়া উচিত। সবাই বই পড়ার নিয়ত করুন, বিশেষ করে যারা পড়াশোনার মাঝে আছেন পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ুন। প্রতিদিন অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট বই পড়ুন, এমনটাই আহ্বান জানান তিনি।

বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন, প্রায় ৮০টি স্টল এই মেলায় অংশগ্রহণ করে, এর মাঝে বেসরকারি স্টল প্রায় ৬৫টি। বইমেলা পাঠকের জন্য। এটি ময়মনসিংহের গর্বের বিষয়ও বটে।

এবারে বিভাগীয় বইমেলায় সেরা স্টল নির্বাচিত হয় অন্যধারা। দ্বিতীয় সেরা স্টল সময় প্রকাশন এবং তৃতীয় সেরা স্টল তাকধুম। ব্যক্তি পর্যায়ে সেরা ক্রেতা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিনামূল্যে বই প্রদানে অবদান রেখে প্রতিষ্ঠান পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জেলা পর্যায়ে সেরা, জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ।

সভাপতি বক্তৃতায় বলেন, বইপ্রেমিক মানুষের মিলনমেলা ছিল এটি। জ্ঞানী গুণীদের সমাগম হয়েছিল বইমেলায়। এতে পাঠকদের আরো আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন পাঠক তৈরির মাঝেই এর সার্থকতা খুঁজে পেয়েছি আমরা। আগামীতে আরো সফল হবো সে প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কবি, লেখক ও প্রকাশকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS