মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি সংলগ্ন খরার মাঠে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা মাঠে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার মো. আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ায় থাকতেন ও পেশায় তিনি খেজুর গাছ কাটেন এবং কৃষিকাজ করেন।
জানা যায়, সোহেল সোমবার সন্ধ্যায় খেজুরের গাছ কাটার জন্য মাঠে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁর বাবা আসাবুল হক বেলগাছি সংলগ্ন খরার মাঠে সানোয়ার জোয়াদ্দার-এর জমিতে খেজুর গাছের রস সংগ্রহ করতে গেলে ছেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
নিহত সোহেলের বাবা, আসাবুল হক, দাবি করেছেন যে স্থানীয় ফারুক নামের এক যুবক তার ছেলেকে হত্যা করেছে। তিনি জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের পূর্ব বিরোধ ছিল ।
আসাবুল হক আরো বলেন বলেন, “এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এর জের ধরেই ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।”
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিদর্শক শহিদুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো বে।”
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, বেলগাছীতে সোহেল নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । আমরা মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply