জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, নিত্যপণ্যের দাম—বিশেষ করে চালের বাজার—শৃঙ্খলায় আনতে প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন রাজনৈতিক সরকারের কার্যকর হস্তক্ষেপ।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধান কাটার মৌসুমেও চালের দাম বাড়া উদ্বেগজনক। চালের বাজার শুধু সরবরাহের ওপর নয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল, হোলসেলার এবং রিটেল সেক্টরের ওপরও নির্ভরশীল। “অনেক সময় দেখা যায় প্রচুর চাল মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ করে একসঙ্গে মিলেমিশে বাজার বন্ধ রাখে—এটা বড় সমস্যা,” মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “এই সমস্যার সমাধান প্রশাসনের পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক সরকারই পারে, কারণ তাদের নৈতিক ক্ষমতা, সংগঠন এবং মাঠপর্যায়ের কর্মী আছে। তাদের ভয়েসই এসব নিয়ন্ত্রণে কার্যকর।”
পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা বিষয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, কেনার সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের বরাদ্দ বাজেট থেকেই এটি বাস্তবায়ন করবে। কোথায় কত ক্যামেরা লাগবে—তা নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার শুধু প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ; বাস্তবায়ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply