দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫১ দশমিক ৭৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫০ দশমিক ৬৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। এসময় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫০ শতাংশ।
এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, মতিন স্পিনিং, ম্যাকসন্স স্পিনিং, নূরানী ডাইং এবং হামিদ ফেব্রিক্স।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply