লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খালুর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত খালু জাবেদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি টিম। শনিবার রাতে নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদ মিয়া বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ছত্তার মিয়ার ছেলে র্যাব ও মামলা সূত্র জানায়। উপজেলার মোড়াপাড়া গ্রামে ভিকটিমের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন তার খালু জাবেদ মিয়া। গত ১৯-অক্টোবর রাতে ভিকটিমের বাসায় এসে রাতে থাকবে বলে জানায় তখন তাকে ভিকটিমের পাশের রুমে থাকতে দেওয়া হয়।
এ সুযোগে খালু জাবেদ মিয়া জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে ভিকটিম ও তার বড় বোনকে খাওয়ালে তারা অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকাল ৭ টায় পাশের বাসার লোকজন ভিকটিমকে ডাকাডাকি করলে ভিকটিমের বড় বোনের ঘুম ভাঙ্গে। এ সময় তিনি দেখতে পান তার ছোট বোন অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। এমতাবস্থায় তিনি ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার খালুু জাবেদ মিয়া তাকে জুস খাওয়ালে কিছুটা অচেতন হয়ে পড়ে সে। এতে করে জাবেদ জোর পূর্বক তাকে ধর্ষণ করে বাসা থেকে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯. হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ সিপিসি-৩ এর হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন, ‘জুসের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে ভিকটিমকে ধর্ষনের মামলায় র্যাব অভিযুক্তকে আটক করেছে। মামলা দায়েরের পর ২৪ ঘন্টার মধ্যে আসামীকে গ্রেফতার করতে সক্রম হয়েছে র্যাব।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply