লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। আটককৃতরা হলো-জনক উরাং ও দুলাল ভৌমিক।
শনিবার (২৫-অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার ডিউটিতে থাকা অবস্থায় গত শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে— হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত ২০নং চা-বাগান এলাকার চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে চারজন ব্যক্তি বস্তাসহ অবস্থান করতে দেখা যায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বস্তার ভেতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে বস্তা তল্লাশি করে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply