মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

হরিপুর ৫০ শয্যার হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকট

মোঃ ইউসুফ আলি
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

হরিপুর,(ঠাকুরগাঁও)প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল সংকট থাকার কারণে সেবা বঞ্চিত হচ্ছে সেবা প্রত্যাশিরা। প্রায় ৯ মাস যাবত পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল ও ওষুধ সংকট চলছে।

এ ব্যপারে মোঃ জহির রাইহান অফিস সহকারীর সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে জানান যে,পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল থাকার নিয়ম ২৮ জন সেই স্থলে র্কমরত রয়েছে ১৪ জন, শুন্য পদ রয়েছে ১৩ জন । সীমানা প্রচির না থাকার কারণে কেন্দ্র গুলো দেখলে এলাকাবাশি এটিকে সুর্ন্দযবিহীন ভবন বলে মনে করছে। ভবনটির চারি দিকে নোংরা আর্বজোনাই পরিপূর্ন হতে চলেছে।

এই উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ৪ টি , ১ গেদুড়া, ২ আমগাঁও,৩ বকুয়া ও ৪ ডাংগীপাড়া , সাবসেন্টার ১ টি, ভাতুরিয়া কাঠালডাঙ্গী, হরিপুর সদর ক্লিনিক। মহিলা সেবা প্রত্যাশীরা সেবা পাওয়ার আসায় পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে বন্ধ দেখতে পায় । আবার কোনদিন খোলা দেখতে পেলেও ডাক্তার, পিয়ন ,আইয়া কাউকে খুজে পাওয় যায় না দুই বা তিন দিন হয়রান হওয়ার পর খুজে পেলে সাপ জানিয়ে দেয় যে, এখানে কোন ওষুধ পত্র না থাকার জন্য অফিসে বসতে ভালো লাগেনা সেই জন্য ঘরের দরজা খুলে দিয়ে এদিক সেদিক অড্ডা দিয়ে সময় কাটাই। সরেজমিন ঘুরে এলাকা বাসী বিষয়টি প্রতিবেদকে অবহীত করেছে। গেদড়া কিষমত গ্রামের আমেনা বেগম,কুলসুম বেগম ,আমগাও ইউনিয়নের সয়েরা, নন্দগাঁও গ্রামের র্মজিনা ,জুলেখা আরো অনেকে।

অপর দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ র্কমর্কতা ডাঃ মোঃ শামিমুজ্জামান এর সহিত যোগাযোগ করলে প্রতিবেদকে জানান যে, ১ম শ্রেণী হতে ৪র্থ শ্রেণী র্পযন্ত মজুরীকৃত পদে ১২৮ জন জবল থাকার নিয়ম সেই স্থলে র্কমরত আছে ৮৭ জন, শুণ্যপদ রয়েছে ৪১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS