বাংলাদেশ মেডিক্যাল ইকুইপমেন্ট ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও এক্সট্রা অর্ডনারি জেনারেল মিটিং (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর (সোমবার) রাজধানীর এসকেএস টাওয়ারে আমানা ফুড ভিলা বাফেট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠান হয়। এতে কার্যনির্বাহী কমিটিসহ শতাধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. টিপু সুলতান। ২০২৪ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন পরিচালক (অর্থ) মনিরুজ্জামান মনির। বার্ষিক প্রতিবেদন ও গঠনতন্ত্রের পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আরশেদ আলম পুলক। এ সময় সরকারের সদ্য প্রবর্তিত বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী অ্যাসোসিয়েশনের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভাপতির বক্তব্যে টিপু সুলতান বলেন, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এজিএম অনুষ্ঠিত হচ্ছে। খুব দ্রুত নির্বাচন সম্পন্ন করে যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেয়া হবে।
সভায় উপস্থিত বক্তারা বলেন, একটি সংগঠনকে শক্তিশালী ও কার্যকর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও প্রভাবশালী ভূমিকা রাখবে।
এজিএম শেষে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যরা ব্যবসা পরিচালনায় নানাবিধ প্রতিকূলতা ও সংগঠনের কার্যক্রম বিষয়ে প্রশ্ন রাখেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিচালক (অর্থ) যৌথভাবে এসব প্রশ্নের উত্তর দেন।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন নেতৃত্বের হাতে সংগঠন পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মো. মনিরুল হাসান সুজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল হাসান, মাহফুজ হাসান, মো. জাহিদ এইচ খান, জহিরুল ইসলাম, কাজী ওয়াহিদুল হক, মাহাবুবুর রহমান, মো. বিল্লাল হোসেন, পরিচালক নাহিদ আক্তার, অমল কান্তি শর্মা, মো. শফিকুর রহমান, মো. হাসানুজ্জামান, মো. জাকির আলম চৌধুরী, মো. জহুরুল ইসলাম অনিক ও আবদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রশিদ ও মো. মনিরুল হাসান সুজন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply