নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন একটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে ৫ বছর মেয়াদি “05Y BGTB 10/09/2030” বন্ড বাজারে লেনদেন হচ্ছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। এর ট্রেডিং কোড “TB5Y0930” এবং ডিএসই কোম্পানি কোড নং-৮৮৫৪৫।
বন্ডটির ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। এর ইস্যু দর ধরা হয়েছে ১০০.১২ টাকা, যেখানে অভিহিত মূল্য ১০০ টাকা। ৫ বছর মেয়াদি এ বন্ডের কূপণ রেট ১০.০৩% নির্ধারণ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS