অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। দেশটির সুপ্রিম কোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার এক রায়ে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। পাঁচ সদস্যের বেঞ্চের চার বিচারপতি এই দণ্ড দেন, একজন বিচারপতি তাঁকে খালাসের পক্ষে মত দেন।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ পাঁচটি অভিযোগেই দোষী প্রমাণিত হন বলসোনারো। ৭০ বছর বয়সী এই রাজনীতিকের বাকিজীবন কারাগারে কাটতে পারে বলে মনে করা হচ্ছে।
বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এ মামলায় তাঁর পাশাপাশি সাবেক মন্ত্রী ও সামরিক প্রধানসহ আরও সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো দাবি করেছেন, তিনি রাজনৈতিক দমন-পীড়নের শিকার। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন।
তাঁর ছেলে সিনেটর ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তারা এমন একটি প্রক্রিয়াকে বিচার বলছে, যার ফলাফল ঘোষণার আগেই সবার জানা ছিল।’
ডানপন্থী বলসোনারোর দণ্ডের ফলে ব্রাজিল-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বলসোনারোর দণ্ডে বিস্মিত ও অসন্তুষ্ট।
এর আগে গত ৯ জুলাই ট্রাম্প ঘোষণা দেন, তিনি ব্রাজিলের ওপর কড়া শুল্ক আরোপ করতে চান। বলসোনারোকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে তিনি কিছু ব্রাজিলীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS