বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

১৪০০ কোটি টাকার লেনদেন সূচকের মিশ্র প্রতিক্রিয়ায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৮ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে সামান্য কমেছে লেনদেন। সেই সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৭ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪০০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, কমেছে ২২৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৭ টি কোম্পানির বাজারদর।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS