মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় রোগী বহনকারী ইজিবাইক চালককে মারধর- থানায় অভিযোগ ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত নিউইয়‌র্কে বাংলাদেশীদের পিঠা উৎসব অনুষ্ঠিত ২০২৫ সালে গুরুত্বপূর্ণ আর্থিক মাইলফলক অর্জন করলো কমিউনিটি ব্যাংক ময়মনসিংহে শিক্ষা সপ্তাহ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী দেখিয়ে ৪৬ কোটি টাকা আত্মসাৎ, রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা সমতা লেদারের আর্থিক হিসাবে বড় অসংগতি, মজুত ও পাওনা নিয়ে নিরীক্ষকের প্রশ্ন নলতায় দরিদ্রদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি’র প্রার্থী জাহিদুর রহমান জাহিদের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা মালদ্বীপে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন বাংলাদেশি চিকিৎসকরা : হাইকমিশনার

দেশের প্রথম ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভে নতুন ইতিহাস গড়ছে বিওয়াইডি সিলায়ন ৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ Time View

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ – বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদক বিওয়াইডি গত
০৪ সেপ্টেম্বর ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ নিয়ে নতুন এক অভিযানে নেমেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য
সড়কে বিওয়াইডি সিলায়ন ৬ এর সক্ষমতা যাচাই করা। অত্যাধুনিক এই প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক
ভেহিকলটি (পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য
হলো সিলায়ন ৬ এর সীমানাকে অতিক্রম করে যাওয়া এবং বাস্তবে এটি প্রত্যাশার চেয়েও বেশি পারফরম্যান্স
দিতে সক্ষম, তা জানানো।
মোট পাঁচ দিনের এ যাত্রায় বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের বিভিন্ন ধরনের সড়কজুড়ে ১,৮৬৬.৪
কিলোমিটারের সুবিশাল পথ পাড়ি দিবে। এই যাত্রাপথে থাকছে ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট; সেখান
থেকে আবার ঢাকায় ফেরত আসা। পথে বেশকিছু যাত্রাবিরতি দিয়ে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামও থাকছে
এই ভ্রমণ তালিকায়। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর স্বামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে
সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়।
এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তা ইমতিয়াজ নওশের, শাহনুমা শারমিন ও
রেজওয়ান রহমান। তাদের সঙ্গে থাকবেন দ্য এসপিটিভির শাহরিয়ার পারভেজ ও কারস অ্যান্ড কনভার্সেশনের
মুস্তাভি ইরতিজা বাশারের মতো দেশবরেণ্য অটোমোটিভ ব্যক্তিত্বরা। বেশ কয়েকদিন জুড়ে চলা এই যাত্রার
প্রথম ধাপ শুরু ০৪ সেপ্টেম্বর, ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট (৪৬৪.৭ কিলোমিটার) পর্যন্ত, এরপর
আবার তেতুলিয়া থেকে ঢাকা। এরপর এই যাত্রা ৩৯৬ কিলোমিটার পাড়ি দিয়ে কক্সবাজার যাবে, পরদিন যাবে
টেকনাফ ও চট্টগ্রাম। এরপর আবার ঢাকায় ফেরার মধ্য দিয়ে শেষ হবে এই চ্যালেঞ্জটি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের স্ট্র্যাটেজি ও ডিজিটাল লিড শাহনুমা শারমিন বলেন, “এই ক্যাম্পেইন কেবল
কোনো সাধারণ ড্রাইভ নয়; বরং এটি বিওয়াইডি সিলায়ন ৬ এর অসাধারণ সহনশীলতা ও দক্ষতার সঠিক
প্রতিফলন। আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলে পিএইচইভি’র জন্য নতুন মানদণ্ড তৈরি করার মাধ্যমে
দেখানো যে গাড়িটি দেশের রাস্তায় প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করতে সক্ষম। আমরা বিশ্বাস করি, এই
চ্যালেঞ্জটি সক্ষমতা প্রদর্শন ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি, টেকসই ও দীর্ঘপথের যাত্রার ক্ষেত্রে
সিলায়ন ৬ এর সুনামকে আরও জোরালো করবে।”
এই ক্রস-কান্ট্রি এন্ড্যুরেন্স ড্রাইভ বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির অসাধারণ সক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে
বিওয়াইডি বাংলাদেশের ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ; যা অটোমোটিভ খাতে ব্র্যান্ডটির নেতৃত্বকে আরও দৃঢ়
করে। কীভাবে বিওয়াইডি সিলায়ন ৬ এর মতো নিউ এনার্জি ভেহিকল নানারকম পরিবেশ-পরিস্থিতিতে শহুরে ও
দীর্ঘ দুরত্বের যাত্রায় নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে, তা এই ক্যাম্পেইন থেকে
আরও ভালোভাবে বোঝা যাবে। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে বিওয়াইডি কেবল সিলায়ন ৬ এর ফিচারই তুলে
ধরছে না, বরং একইসাথে, বাংলাদেশে টেকসই পরিবহনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS