শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না : পাকিস্তান সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে, ‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতির উদ্দেশে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত এবং ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে তারা সম্পূর্ণ সক্ষম।

আহমেদ শরীফ চৌধুরী জোর দিয়ে বলেন, ‘আমরা কোনো আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি ও গঠনমূলক আলোচনার পথ অনুসরণ করব। কিন্তু তারা যদি মনে করে যে, আগ্রাসনই একমাত্র পথ, তাহলে আমাদের বার্তা স্পষ্ট—‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’

আইএসপিআরের এ ডিজি আরও জানান, স্থল, বিমান ও নৌবাহিনী—দেশের তিনটি সামরিক বিভাগই সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। যেকোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা সর্বদা সক্রিয় ও প্রস্তুত। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তবে সেই সিদ্ধান্ত তাদের। কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নির্ধারণ করবে পাকিস্তান।

আহমেদ শরীফ চৌধুরী জানান, যেকোনো প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই বিষয়ে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে।

আহমেদ শরীফ আরও বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সেনাবাহিনী সব ফ্রন্টে যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

এদিকে, কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর রাতভর তুমুল গোলাগুলির খবর পাওয়া গেছে। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, তাদের সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে। বুধবার দেশটির সেনাবাহিনীর বরাতে জিও নিউজ এই তথ্য জানায়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে পাকিস্তান সেনাবাহিনী এর পাল্টা জবাব দেয়। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি—তাদের প্রত্যাঘাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরেও বিনা উসকানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া’ দেখায় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ। পাশাপাশি, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তারা উল্লেখ করেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন চালাচ্ছে। নিরাপত্তা সূত্র বলছে, নয়াদিল্লির এই ধরনের উসকানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল ও যুদ্ধ-প্ররোচনামূলক মনোভাবের বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS