নিজস্ব প্রতিবেদকঃ আজ সকাল ১০.০০ ঘটিকায় মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চালনায়, নাটশাল গোপালপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হলরুমে আগামী ২৬শে এপ্রিল ২০২৫ রোজ শনিবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে রেজিস্ট্রেশনকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন এর দাবিতে গোল টেবিল বৈঠক সফল করার লক্ষ্যে ১২-০৪-২০২৫ ইং তারিখ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মহাদেবপুর নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মহাদেবপুর নওগাঁ, মোঃ মোবারক আলী অধ্যক্ষ মহাদেবপুর টি,বি,এম কলেজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হক মহাসচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুল খালেক মান্দা উপজেলা, মোঃ আব্দুল কাদের ধামুইরহাট উপজেলা মোঃ আব্দুস সালাম প্রধান শিক্ষক হাঁসাইগাড়ি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নওগাঁ সহ মহাদেবপুর উপজেলার প্রায় বিশটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, গত ২০২৪ সালের ২৮ জানুয়ারি মাননীয় যুগ্ম সচিব জনাব এস এম মাসুদুল হক আন্দোলনরত শিক্ষকদের ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়। উক্ত প্রস্তুতি সভায় আরো বলা হয় ১৯৭৯ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রশন দেওয়া হয়।
বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে NCTB কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ।
১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জানুয়ারী সরকার পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা প্রদান করা হয়। এই এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply