শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

তরুণ ডান্স কোরিওগ্রাফার সামিরের পথচলার গল্প

তানজিম হাসান পাটোয়ারী
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ সময়ের সাথে সাথে ডান্স কোরিওগ্রাফি নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। কেউ কেউ আবার পেশা হিসেবেও এটিকে গ্রহণ করছে। বর্তমানে বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে কদর বাড়ছে ডান্স কোরিওগ্রাফারদের। আর এসব বিষয়ে ইকোনোমিক নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে কথা বলেন তরুণ ডান্স কোরিওগ্রাফার সামির আরিফিন শান্ত। সাক্ষাৎকারটি নিয়েছেন ইকোনোমিক নিউজ টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক তানজিম হাসান পাটোয়ারী।

প্রশ্ন: বাংলাদেশে ডান্স কোরিওগ্রাফি বর্তমানে কোন অবস্থানে আছে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?

উত্তর: বাংলাদেশে ডান্স কোরিওগ্রাফির বর্তমান অবস্থান ততটা আশাব্যঞ্জক নয়। এটি ঠিক যে এই সেক্টরটিতে বর্তমানে অনেক কাজ হচ্ছে। কিন্তু যতটা কাজ হওয়ার কথা ছিল ততটা কাজ এখনো হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা এই পেশাটিকে এখনো সঠিকভাবে মূল্যায়ন করি না। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডান্স কোরিওগ্রাফির উপর পড়ালেখা থাকলেও এটি মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। তাই তো যারা বিদেশে ডান্স কোরিওগ্রাফি নিয়ে উচ্চশিক্ষা নেন, তারা ডিগ্রি নিয়ে আর বংলাদেশে ফেরত আসেন না। কারণ তারা জানেন এদেশে তারা হয়ত এই পেশাটিতে সাফল্য অর্জন করতে পারবেন না। এছাড়া পারিবারিকভাবেও এই পেশাটিকে ততটা উৎসাহ দেওয়া হয় না। আর তাই তো অন্যান্য পেশাগুলো অনেক এগিয়ে গেলেও এই পেশাটির গতি কিছুটা মন্থর। সেজন্য এর ভবিষ্যৎ নিয়েও খুব বেশি কিছু বলার নেই। তবে আমি আশাবাদী যে, একদিন নিশ্চয়ই এদেশে ডান্স কোরিওগ্রাফি পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত হবে।

প্রশ্ন: প্রত্যেকটি পেশা দিনদিন আপডেট হয়। ডান্স কোরিওগ্রাফির ক্ষেত্রেও আমরা দেখছি নতুন নতুন ধারা যোগ হচ্ছে। তাহলে ভবিষ্যতে এটি কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবে বলে আপনি মনে করেন?

উত্তর: বর্তমানে যারা ডান্স কোরিওগ্রাফির সাথে যুক্ত তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগই অন্য কেনো পেশার পাশাপাশি এই পেশাটিকে চালাচ্ছেন। এর কারণ হলো এখানে সম্মান এবং সম্মানী দুইটিই কম। যেহেতু পেশাটি এখনো অতটা লাভজনক অবস্থানে পৌঁছাতে পারেনি, তাই অনেকে নিজে থেকে বিনিয়োগ করে এখানে টিকে থাকতে পারছে না। তবে নিত্য-নতুন সংযোজনের মাধ্যমে আশা করি আগামীতে এটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।

প্রশ্ন: ডান্স কোরিওগ্রাফির সাথে আপনার যাত্রা কীভাবে শুরু হয়েছিল?

উত্তর: আমি মূলত চ্যানেল আই সেরা নাচিয়ে অনুষ্ঠানের মাধ্যমে এই পেশার সাথে যুক্ত হতে শুরু করি। আমার জন্ম এবং বেড়ে ওঠা বগুড়াতে। পরিবার থেকে আমাকে এই পেশায় আসতে খুব একটা উৎসাহ দেওয়া হয়নি। পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি এবং সেইসময় বিখ্যাত কোরিওগ্রাফার হৃদি শেখের সঙ্গে দেখা হয় এবং তার সাথে একটি ওয়ার্কশপ করার সুযোগ পাই। এরপর ওনার মাধ্যমে বঙ্গবিডি নামক একটি চ্যানেলে কাজ করার সুযোগ হয়। রাজউক উত্তরা মডেল কলেজে পড়ার সময়ে আমি সেখানকার বাবুল স্যার নামক আমার একজন শিক্ষকের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই যেখানে আমি ডান্স কোরিওগ্রাফি নিয়ে কিছু কাজ করার সুযোগ পাই। বর্তমানে বেছে বেছে কাজ করি যাতে করে কাজের মান অক্ষণ্ণ রাখতে পারি। এখন দেশে-বিদেশে অনেকেই আমাকে চেনে। এভাবেই ডান্স কোরিওগ্রাফির সাথে আমার যাত্রা এবং পথচলা। আমি এখন পর্যন্ত যতটুকু অর্জন করতে পেরেছি তার পেছনে কয়েকজনের নাম না বললেই নয়। তারা হলেন আশিক ফারুক, হৃদি শেখ, সৈয়দা সায়লা লিমা এবং নিশির মোহন্ত।

প্রশ্ন: বাংলাদেশে ডান্স কোরিওগ্রাফি বিকাশের ক্ষেত্রে আপনি কোন কোন সমস্যাগুলো দেখতে পান?

উত্তর: প্রথমত, এখানে শিল্পীদের মূল্যায়ন করা হয় না। বাংলাদেশে অনেক প্রখ্যাত নৃত্য গুরু রয়েছেন যারা পেশাগত জীবনে উৎকর্ষ সাধন করলেও যথাযথ সম্মান পান না। বড় বড় অনুষ্ঠানগুলোতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হলেও ডান্স কোরিওগ্রাফি অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকে। এছাড়া সামাজিকভাবেও এই পেশাটিকে অনেক সময় অবমূল্যায়ণ করা হয়।

প্রশ্ন: কোন কোন ক্ষেত্রগুলোতে ডান্স কোরিওগ্রাফি মানুষের কাছে জনপ্রিয়তা পেতে পারে বলে আপনি মনে করেন?

উত্তর: অনেকগুলাও সেক্টরেই ডান্স কোরিওগ্রাফি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। প্রাতিষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজ, টিভিসি, কর্পোরেট শো- ইত্যাদি আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে ডান্স কোরিওগ্রাফি নিয়ে কাজ করা যায়। বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে বর্তমানে ডান্স কোরিওগ্রাফারদের কদর বাড়ছে। সুতরাং আমি বলব আমাদের কাজের অনেক ক্ষেত্র রয়েছে।

প্রশ্ন: ডান্স কোরিওগ্রাফির ক্ষেত্রে বর্তমানে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো কীভাবে সমাধান করা যাবে বলে আপনি মনে করেন?

উত্তর: বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কন্টেন্ট ক্রিয়েটররা নাচের ভিডিও আপলোড করে থাকেন। এতে করে এই ইন্ডাস্ট্রির আকার আরো বিকশিত হচ্ছে। তবে আমি বলব ডান্সারদের অবশ্যই গুরু শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। কারণ একজন সনদপ্রাপ্ত ডান্স কোরিওগ্রাফারের কাজ নিশ্চয়ই অন্যদের চেয়ে ভালো হবে। পাশাপাশি এই পেশায় সম্মানী বাড়াতে হবে এবং সময়মতো তা পরিশোধ করতে হবে। এছাড়া মানুষের মধ্যে ডান্স কোরিওগ্রাফির উপর শ্রদ্ধাবোধ জাগানোও একটি গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS