নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।’
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেছেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply