পুতিনের সঙ্গে অতি মাত্রায় ঘনিষ্ঠতা দেখাচ্ছেন- এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট। তার দাবি, পুতিন নয়, আমেরিকানদের উদ্বিগ্ন হওয়ার আরো অনেক বড় বড় কারণ রয়েছে। খবর বিবিসির।
রবিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, “পুতিনকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের বেশি সময় নষ্ট করা উচিত নয়। বরং অভিবাসন প্রত্যাশী ধর্ষক চক্র, মাদক সম্রাট, খুনি ও মানসিক হাসপাতাল থেকে (পালিয়ে) আসা মানুষ আমাদের দেশে ঢুকে পড়ছে, এটা নিয়ে উদ্বেগ করুন।”
তিনি আরো বলেন, “নিশ্চিত করুন, আমাদের দেশকে যেন ইউরোপের মতো পরিস্থিতির মুখে পড়তে না হয়।”
ট্রাম্প দাবি করেন, ফেব্রুয়ারি মাসে, তার প্রথম পূর্ণ মাসে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রবাহ ছিল ইতিহাসে সবচেয়ে কম। সীমান্ত পুলিশ ৮ হাজার ৩২৬ জন অবৈধ অভিবাসী আটক করেছে, তাদের বেশিরভাগকেই দ্রুত দেশে ফেরত পাঠানো হয়েছে অথবা অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছে।
ট্রাম্প বাইডেন প্রশাসনের আমলে পরিস্থিতির তুলনা করে বলেন, বাইডেনের অধীনে এক মাসে তিন লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এবং তাদের প্রায় সবাইকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার প্রশাসনের নীতি অনুযায়ী, সীমান্তে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করা হয়েছে। যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে, তাদের কঠোর শাস্তি এবং দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply