বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো (পলিটিক্যাল ল্যান্ডস্কেপ) শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ‘ইউএসএআইডি’র দেওয়া ২৯ মিলিয়ন ডলার তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্মঅধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, ২৯ মিলিয়ন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে, যার নাম কেউই শোনেনি। ২৯ মিলিয়ন ডলার! তারা চেক পেয়েছে। কল্পনা করতে পারো? হোয়াইট হাউজের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে ১০ হাজার ডলার, ওখান থেকে ১০ হাজার ডলার করে পায়, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়ে যায়! ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে। দুজন! আমি মনে করি, তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে।
ভারতে ভোটদানে উৎসাহী করতে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, আর ২১ মিলিয়ন ডলার গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে, ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য ২১ মিলিয়ন ডলার দিচ্ছি। আমাদের ব্যাপারে কী? আমিও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চাই গভর্নর।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ২০ মিলিয়ন ডলার ‘রাজস্ব ফেডারেলিজম’-এর জন্য, ১৯ মিলিয়ন ডলার নেপালের ‘জীববৈচিত্র্য সংরক্ষণ’-এর জন্য, ৪৭ মিলিয়ন ডলার ‘এশিয়ায় শিক্ষার মান উন্নয়নের’ জন্য! এশিয়া?
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply