শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পুলিশের ৩৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি হাদির ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার অবস্থার অবনতি, এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ক্রিটিক্যাল অবস্থায় ওসমান হাদি, চিকিৎসকরা রেখেছেন লাইফ সাপোর্টে মওলানা ভাসানী নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন, তার সাথে কারো তুলনা চলে না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর রাজনৈতিক ইতিহাস অন্তর্ভুক্তির দাবি মুক্তিযুদ্ধ অবমাননারীরা পিনাকী-ইলিয়াসের বিচার চাই : মোমিন মেহেদী মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচি টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার এখন বাধ্যতামূলক: ইসি

দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রথম স্মার্টফোন অপো রেনো১৩ সিরিজ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বাজারে অপো রেনো১৩ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন এটি। ‘অপো রেনো১৩ সিরিজ’ এর দু’টি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এই স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 

এই স্মার্টফোনে রয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’, যা ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটিকে সর্বোচ্চ মানের সুরক্ষা দিতে সক্ষম। এ ফিচারটি ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’, এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্টের সমন্বয়ে ভূমিকা রাখে। 

রেনো১৩ সিরিজে আরো রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বহুমাত্রায় বৃদ্ধি করে এবং প্রিয় মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলে। শাটার প্রেস করার আগে ও পরে এটি স্বয়ংক্রিয়ভাবে ১.৫ সেকেন্ডের ‘টাইম ক্যাপসুল’ রেকর্ড করে নেয়; এবং এআই ডি-ব্লারিং, ইআইএস এবং ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করে শটগুলো স্থিতিশীল করতে ও অপ্রয়োজনীয় নড়াচড়া দূর করতে সাহায্য করে। ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দি করতে পারেন। 

এছাড়া এই স্মার্টফোনের ‘এআই এডিটর’ স্যুট দিচ্ছে- ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’, এই ফিচারটি ঝাপসা (ব্লারি) কিংবা লো-রেজ্যুলেশনের ছবিকে হাই-কোয়ালিটি ভিজ্যুয়ালে রূপান্তরে সাহায্য করে। পাশাপাশি, ‘এআই আনব্লার’ এর মাধ্যমে মোশন-ব্লারড শটের শার্পনেস বৃদ্ধি, ‘এআই রিফ্লেকশন’ রিমুভারের মাধ্যমে অযাচিত রিফ্লেকশন মুছে ফেলা, ‘এআই ইরেজার ২.০’ এর মাধ্যমে ছবির সৌন্দর্য ঠিক রেখেই অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে দেওয়ার মতো অতি প্রয়োজনীয় কাজগুলো সহজেই করা সম্ভব হয়। 

গেমার্স ও স্ট্রিমারদের জন্য রেনো১৩ সিরিজে আছে ‘এআই লিংকবুস্ট ২.০’, এটি ‘লো-সিগনাল’ অথবা ‘ক্রাউডেড এরিয়া’তে ‘সিগন্যাল রিসেপশন অ্যান্ড প্রায়োরাইটাইজিং’ এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নেটওয়ার্ক শক্তিশালী রাখতে ভূমিকা রাখে। ৯টি ৩৬০° ডিগ্রি অ্যান্টেনা, ডুয়েল-চ্যানেল ওয়াই-ফাই, ব্লুটুথ অ্যাসিলারেশন, এর মাধ্যমে এ প্রযুক্তি নির্বিঘ্ন, নিরবচ্ছিন্ন গেমিং, স্ট্রিমিং ও ফাইল শেয়ারিং অভিজ্ঞতা দিয়ে থাকে। ওয়াই-ফাই পজিশনিং ফিচার সবচেয়ে শক্তিশালী সিগন্যালটি সাজেস্ট করার মাধ্যমে নির্ভরযোগ্য নেটওয়ার্কটিতে যুক্ত হতে ব্যবহারকারীদের সাহায্য করে। 

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরো কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস; যেমন- লেখা সামারাইজেশন ও এডিটিংয়ের জন্য ডকুমেন্টস অ্যাপ, ফরম্যাটিং ও কনটেন্ট এক্সপ্যানশন সক্ষমতার এআই অ্যাসিসটেন্ট নোটস। এছাড়া- এই ফোনের আপগ্রেডেড এআই টুলবক্স ২.০ আরো বেশি ভাষা সাপোর্ট করে এবং অ্যাক্টিভ অ্যাপগুলোর সঙ্গে তা সহজেই ব্যবহার করা যায়। 

‘অপো রেনো১৩ সিরিজ’ এর আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, ‘আইওএস’ অপারেটিং সিস্টেম এর সঙ্গে সংযোজন। এই স্মার্টফোনের মাধ্যমে ‘ও+( O+) কানেক্ট অ্যাপ ব্যবহার করে  নির্বিঘ্নে অপো ফোন এবং ‘আইওএস’ এর মধ্যে ছবি, ভিডিও ও অন্যান্য ফাইল শেয়ার করা যায়। একইসঙ্গে- অ্যাপলের পাশাপাশি অপো-ই একমাত্র ব্র্যান্ড, যেটির স্মার্টফোন থেকে সরাসরি টিকটকসহ অন্যান্য সামাজিকমাধ্যমে সরাসরি ছবি (লাইভফটোস) আপলোডের সুযোগ রয়েছে। 

‘মেক ইউর মোমেন্ট’- এর প্রতিপাদ্যের বিষয়টি উল্লেখ করে অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই ‘অপো রেনো১৩ সিরিজ’টি ডিজাইন করা হয়েছে। 

‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যা ম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং  ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯,৯৯০ টাকায়। 

এছাড়া-  রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যা ম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪,৯৯০ টাকায়। 

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে সর্বাধুনিক ও যুগান্তকারী আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি মোড এর পরিচয় করিয়ে দেবার মাধ্যমে ‘অপো রেনো১৩ সিরিজ’ এদেশে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই বদলে দেবে। এই অভিনব ফিচার অপো’কে মার্কেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি স্মার্টফোন প্রযুক্তির নতুন মাত্রা হিসেবেও বিবেচিত হচ্ছে। 

আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রেনো১৩ সিরিজ প্রি-অর্ডার করতে পারবেন গ্রাহকরা। এ সময়ে বিশেষ উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS