নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার চেম্বার অফ কমার্স উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা আইএলও’র সার্বিক সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ২০০ জন ইজিবাইক চালকের অংশগ্রহণে চারদিন ব্যপি “পর্যটক বান্ধব চালক” বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় আচরণগত, ট্রাফিক নিয়মকানুন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিছন্নতা’র উপর দিকনির্দেশনা দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে বিশেষ পরিচয় পত্র এবং পৌরসভার কতৃক নির্ধারিত ভাড়ার তালিকা, জেলার পর্যটন স্পট সমুহের তালিকা, জরুরি সেবার ফোন নাম্বার এবং চালকদের ভেস্ট প্রদান করা হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য প্রশিক্ষিত ড্রাইভারের ডাটাবেজ ট্রাফিক কন্ট্রোল রুমের সংরক্ষিত থাকবে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী ও বিআরটিএ কক্সবাজারের সহকর্মী পরিচালক ওতোয়াইনু চৌধুরী।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, পর্যটন নগরী কক্সবাজারকে পর্যটক বান্ধব করতে হলে আবকাঠামোগত পরিবর্তন এর পাশাপাশি সকল স্থরের অংশীজনদের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে ইজিবাইক চালকদের ভূমিকা অনেক বেশি। সেই বিবেচনায় আইএলও এর সহযোগীতায় কক্সবাজার চেম্বার অফ কমার্স’র এই ক্ষুদ্র প্রয়াস।
আগামীতে আরও যানবাহন চালকদের পর্যটক বান্ধব চালক এর কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান আবু মোর্শেদ চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন বলেন, চেম্বার অব কমার্সের এই উদ্যোগ সময়ের দাবি। ইতিমধ্যে কক্সবাজার শহরে ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা প্রবর্তন করেন। চেম্বার অব কমার্স আজকের এই প্রশিক্ষণ কর্মশালা জেলা ট্রাফিক প্রবর্তিত ডিজিটাল পদ্ধতিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আগামীতে মটর চালিত ইজিবাইক চালকদেরও ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক ওতোয়াইনু চৌধুরী বলেন, কক্সবাজারে নিরাপদ ট্রাফিক ব্যবস্থা প্রবর্তনে এবং পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জেলার সকল অংশীজনদের এগিয়ে আসতে হবে।
অংশগ্রহণকারী ইজি বাইক চালকরা বলেন, এই প্রথম আমরা ট্রাফিক নিয়ম এবং আচরণগত বিষয়ে প্রশিক্ষণ পেলাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply