নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক আয়োজিত“বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া: জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের নীতি ও কর্মসূচিতে প্রবীণদের অন্তর্ভুক্তিতে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা রিক কেন্দ্রীয়কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতি রিকের নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, জনাব তোফাজ্জেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: জিয়াউল হক । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাওর অঞ্চলের পরিবেশ বিশেষজ্ঞ হালিমদাদ খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ বিশেষজ্ঞ ও যুগ্ম সম্পাদক, বাপার মিহির বিশ্বাস, ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এস এন এইচ এম সাখাওয়াত হোসেন। উপস্থাপনায় তোফাজ্জেল হোসেন সরকারের ন্যাশনাল এ্যডাপশন প্লানে প্রবীণদের অন্তর্ভুক্তির জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। মুক্ত আলোচনায় উপস্থিত প্রবীণ-নবীন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তনে প্রবীণদের দুস্থতা ও সংকট তুলে ধরেন। তারা প্রবীণদের সুরক্ষাকে শক্তিশালী করার আবেদন করেন। বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, পরিবেশ আন্দোলনে আজ থেকে প্রবীণ বিষয়টা আরো গুরুত্ব দিবেন বলে উল্লেখ করেন, আন্দোলনের এজেন্ডায় তাদের অন্তর্ভুক্ত করবেন।
প্রধান অতিথি বায়ু দূষণ সহ পরিবেশ সংকটে তার অধিদপ্তরের ভুমিকা ব্যাখ্যা করেন। তিনি উপসংহারে বলেন, দপ্তর জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন যে নীতি, পরিকল্পনা প্রণয়ন করছেন সেখানে প্রবীণদের অন্তর্ভুক্তির জোর উদ্যোগ নিবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply