রাষ্ট্রপতি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আজই শেষ দিন। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। খবর এএফপির।
এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে আজ সোমবার (২০ জানুয়ারি) সৌজন্য সাক্ষাতের সময় হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। আর কিছুক্ষণ পরই অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানান। তারা ভবনের ভেতরে যাওয়ার আগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply