শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

বিশ্বখ্যাত ১ নম্বার ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারী ব্র্যান্ড Yadea এখন পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে উদ্বোধন হল ইয়াদিয়া এক্সক্‌লুসিভ শোরুম “জে কে মটরস”। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রানার অটোমোবাইলস পিএলসির ইলেক্ট্রিক স্কুটার ব্রান্ড ইয়াদিয়ার চিফ বিজনেস অফিসার আবু হানিফ, বিটিএল মার্কেটিং হেড মাহমুদুল হাসান মামুন, সেলস টি এম আসিবুল ইমরান, জোনাল সেলস ম্যানেজার মোঃরুবেল হোসেন এবং জে কে মটরস-এর স্বত্বাধিকারী জনাব এ এন এম রকিবুল হাসান এবং মোঃ খাদেমুল ইসলাম রানার অটোমোবাইলস বাংলাদেশে ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক। আয়োজনটির তত্ত্বাবধানে ছিলেন “জে কে মটরস”

ইয়াদিয়ার পক্ষ থেকে চিফ বিজনেস অফিসার আবু হানিফ বলেন, “জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশেও এমন সাড়া দেখে আসলে আমরা অভিভূত।

ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার আসলে একটি যুগোপযোগী আধুনিক সংযোজন। যার মাধ্যমে প্রকৃতির প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ভবিষ্যত গড়তে অবদান রেখে চলেছি। পরিবেশবান্ধব এই ইলেকট্রিক স্কুটার পারফরমেন্সেও যেমন সেরা তেমনি তার চালকদের দিচ্ছে দুর্দান্ত রাইডিং অভিজ্ঞতা। এক চার্জে সর্বোচ্চ ১০০ কিলোমিটার চলবে আমাদের এই ইলেকট্রিক স্কুটার যা শহর এবং শহরের বাহিরের উভয় চালকদের জন্যই আদর্শ।

পঞ্চগড়ে সম্মানিত ক্রেতারা তাদের পছন্দের মডেলের YADEA ইলেক্ট্রিক স্কুটার আমাদের এই শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS