যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচণ্ড জ্বর নিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
৭৮ বছর বয়সী ডেপুটি চিফস অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পর্যবেক্ষণে রাখার জন্য আজ (সোমবার) বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা আগের চেয়ে ভালো।’
এর আগে রক্তের সংক্রমণের কারণে ২০২১ সালের অক্টোবরে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিল ক্লিনটন। তিনি ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে তার বাইপাস সার্জারি হয়। এর ছয় বছর পর তার হার্টে রিং পরানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply