নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার(১৩ ডিসেম্বর ২০২৪)সন্ধ্যা ০৬.০০ টায়“হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা” এ“প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটিঅ্যান্ডপার্ক)”এর শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। প্রধান আলোচক ছিলেন কোম্পানীর ব্যব¯’াপনাপরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ। বিশেষ অথিতি হিসেবে উপ¯ি’ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্টাটিজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়তউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃজাবের হোসেনপি.এইচ.ডি., বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃআব্দুস সাত্তার পাটওয়ারী, কর্ণেল মোঃ মোশারফ হোসেন,ইসলামী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব কাজী মোঃশরীফউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম ফজলুলহক।
প্রধান অতিথি বলেন, সততার মাধ্যমে ব্যবসা করলে মানুষের ভালোবাসা ও আল্লাহর সš‘ষ্টিপাওয়া যায়।
বক্তারা আরও বলেন, আমরা চাইপ্রিন্সিপ্যাল গ্রæপের নতুন প্রকল্প এমিউজমেন্টপার্ক ও কন্ডোমিনিয়াম সিটিপ্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড এরঅগ্রগতির মাধ্যমে দেশের প্রথমসারির ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়েপ্রিন্সিপ্যাল গ্রæপ এগিয়ে যাক। প্রিন্সিপ্যাল গ্রæপ দেশ এবংজনগণের সার্থে ভুমিকা রাখুক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply