শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৪তম সভা অনুষ্ঠিত সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান ডেঙ্গুতে মৃত্যু আরও ১ দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি ও স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই- বাংলাদেশ নারী মঞ্চ নাসিরনগরে হত্যা মামলার আসামী ধরতে ওসি’র গড়িমসি, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি রেকিট বেনকিজারের নগদ লভ্যাংশ বিতরণ গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ০৭ জুলাই

আমদানি হচ্ছে দুই কার্গো এলএনজি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View
LNG

দেশের জ্বালানি চাহিদা মেটাতে দুটি পৃথক ক্রয় প্রস্তাবের মাধ্যমে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে মোট ব্যয় হবে ১৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি এই এলএনজি সরবরাহ করবে। 

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানোর জন্য দেশীয় উৎপাদিত গ্যাসের পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত দু’টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে জিটুজি ভিত্তিতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ২.৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এবং ওমান থেকে ১.০ এমপিটিএ এলএনজি ক্রয় করা হচ্ছে। এ ছাড়া, চাহিদার আলোকে অ্যানুয়াল ডেলিভারি প্ল্যানের (এডিপি) আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি ক্রয় করা হয়। এরই আলোকে (৩১তম ও ৩২তম) মোট ২ কার্গো এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

৩১তম কার্গোর জন্য কোটেশন আহ্বান করা হলে মোট ৩টি প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, প্রতি ইউনিট এলএনজি ১৪.৫৫০০ মার্কিন ডলার দাম উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়। এ ছাড়া পেট্রোচায়না ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর ১৪.৮৫০০ মার্কিন ডলার ২য় এবং ভিটল এশিয়া প্রা.লি. প্রতি ইউনিটের দাম ১৫.৬৭০০ মার্কিন ডলার উল্লেখ করে ৩য় রেসপন্সিভ হয়। দরপত্র মূল্যায়ন কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে এক্সেলারেট এনার্জি এলপিকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করে। এতে এক কার্গো এলএনজি ক্রয়ে ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

নভেম্বর মাসে স্পট মার্কেট থেকে ৫ কার্গো এলএনজি ক্রয় করার পরিকল্পনা রয়েছে বলেও জানা যায়। সে অনুযায়ী পেট্রোবাংলা আগামী ১৬-১৭ নভেম্বর ৩২তম এলএনজি ক্রয়ের প্রস্তাব পাঠায়। গত ২১ অক্টোবর কোটেশন আহ্বান করে এমএসপিএ স্বাক্ষরকারী ২৩টি প্রতিষ্ঠানকে এলপিএস সফটওয়্যারের মাধ্যমে কোটেশন দাখিলের জন্য ই-মেইলে চিঠি পাঠানো হয়। এতে তিনটি প্রতিষ্ঠান সাড়া দেয়। তিনটি প্রতিষ্ঠানই রেসপন্সিভ হয়।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে এক্সেলারেট এনার্জি এলপির নাম সুপারিশ করে। এক্সেলারেট এনার্জির  উল্লেখিত দর অনুযায়ী এক কার্গো সমান ৩২,৫৫,০০০ এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ভ্যাট-ট্যাক্সসহ মোট ব্যয় হবে ৬৬৯ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা। অর্থাৎ মোট ২ কার্গো এলএনজি ক্রয়ে ব্যয় হবে ১৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

এ সংক্রান্ত পৃথক ২টি প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ, ক্যাপটিভ বিদ্যুৎ, শিল্প, সার ও বাণিজ্যিক খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য স্পট মার্কেট থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য ১৬ কার্গো এলএনজি ক্রয়ের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা নীতিগত অনুমোদন দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS