ভারী বৃষ্টিপাতের ফলে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এবং এর আশপাশের এলাকায় বন্যা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। খবর গালফ নিউজের।
সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানায়, গত বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের ফলে এই বন্যার সৃষ্টি হয়। এর আগে থেকেই অবশ্য ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল তারা। পূর্বাভাসে বলা হয়েছিল পূর্বাঞ্চলীয় প্রদেশে ধূলিঝড় হতে পারে, পাশাপাশি থাকবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়া তাবুক উপকূলীয় এলাকায় দেখা দেবে কুয়াশা।
বৃহস্পতিবারের বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকাসহ নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার কারণে কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করে। বন্যায় রাস্তাঘাট ডুবে যায় এবং সিভিল ডিফেন্স কর্মকর্তারা নগরবাসীকে উপত্যকা ও নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন।
আবহাওয়ার বিশেষ সতর্কতা জারি করা হয় আটটি অঞ্চলে। এগুলোর মধ্যে রয়েছে মক্কা, শ্বারকিয়া, মদিনা ও তাবুক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব এলাকার লোকজনকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply