আগামী ১০ বছরের মধ্যে দেশে সম্পূর্ণ নতুন গাড়ি তৈরি হওয়ার আশার কথা শুনিয়েছেন দেশের অন্যতম বৃহৎ ব্যাবসায়িক প্রতিষ্ঠান নাভানা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াহেদ আজিজুর রহমান।
তিনি বলেছেন, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে যাত্রার পথে বাংলাদেশ অটোমোবাইল খাতের গুরুত্ব বাড়ছে। এই খাতে বড় পরিকল্পনার পাশাপাশি বড় বড় বিনিয়োগও আসছে। আগামী ১০ বছর বা ২০৩০ সালের মধ্যেই এই খাতে বড় পরিবর্তন আসবে। তখন দেশেই তৈরি হবে একেবারে সম্পূর্ণ নতুন গাড়ি।’
মঙ্গলবার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এ সুসংবাদ দিয়েছেন ওয়াহেদ আজিজুর রহমান। সেই সঙ্গে অটোমোবাইল খাতের সম্ভাবনা, নাভানার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
নাভানা গ্রুপের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে। অটোমোবাইল পণ্য, নির্মাণ ও রিয়েল এস্টেট ব্যবসা, বিদ্যুৎ খাত, টেক্সটাইলসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বৈচিত্র্যময় ব্যবসা রয়েছে। গত ফেব্রুয়ারিতে গ্রুপের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন ওয়াহেদ আজিজুর রহমান।
যুক্তরাজ্যের চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট (এসিসিএ) ওয়াহেদ নাভানার আগে এপেক্স হোসেন গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া কোটস, রেকিট বেনকিজার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন তিনি।
ওয়াহেদ আজিজুর রহমান বলেন, ‘১৯৬৩ সালে প্রয়াত জহিরুল ইসলাম টয়োটার সঙ্গে চুক্তি করেছিলেন। সেটি ছিল একটি রিস্কি ও ভিশনারি সিদ্ধান্ত। উনার ভাইয়েরা কনস্ট্রাকশন কোম্পানি করেছিলেন মিডল-ইস্টে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply