নিজস্ব প্রতিবেদকঃ ইয়ুথ প্লানেট দীর্ঘদিন ধরে মাসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। ২৮ মে বিশ্ব মাসিক স্বাস্থ্যসুরক্ষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম হোসেন মিলনায়তনে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা সভার আয়োজন করে।
বেলা ১১টায় আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ প্লানেটর প্রতিষ্ঠাতা এ বি এম মাহমুদুল হাসান তিনি জানান এ জরিপ পুরো দেশের প্রতিনিধিত্ব করেনা। মাসিক একটি সাধারণ প্রক্রিয়া জীবন ধারনের জন্য তাই প্রত্যেককে এ ব্যাপারে আরো বেশী সচেতন হতে হবে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মাতৃত্ব কালীন জিবন রক্ষার জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান ফ্লোরা ব্রাক হেলথ প্রোগ্রামের নলেজ ম্যানেজমেন্ট ও কমিউকেশন বিভাগের ম্যানেজার দীপান্বিতা ঘোষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম কাজল ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষক সঙ্গিতা ইমাম ও ক্রিসচিয়ান এইডের প্রজেক্ট ম্যানেজার মুশফেকুর রহমান প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply