সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।
অর্থমন্ত্রী বলেন, অনুমোদিত ১১টি প্রস্তাবে ব্যয় হবে ৫ হাজার ৭৮২ কোটি ৬২ লাখ ১১ হাজার ২৭ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৭৯ কোটি ৬২ লাখ ৪ হাজার ৯২ টাকা এবং দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক অব চায়না থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে ৪ হাজার ৮০৩ কোটি ৬ হাজার টাকা।
মন্ত্রী বলেন, প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply