সৌদি আরবে অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গত ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, আটক ১৭ হাজার ৮৯৬ জন অভিবাসীর মধ্যে ১০ হাজার ৮৭৪ জন আবাসন আইন লঙ্ঘন করেছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন ৪ হাজার ১২৩ জন এবং শ্রম আইন লঙ্ঘন করেছেন ২ হাজার ৮৯৯ জন।
জানা গেছে, নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ মাঠ পর্যায়ের নিরাপত্তা প্রচারণা কর্মসূচি চালানোর সময় আটক করা হয় তাদের। এই অভিযান চলে চলতি মাসের ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুযারি পর্যন্ত।
এর মধ্যে মোট ৯৩৭ জন অবৈধ অভিবাসী আছেন যারা সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে ঢোকার চেষ্টা করেছেন। যার মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৯ শতাংশ ইথিউপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অভিযানের সময় আরও ৪৮ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন। আরও সাতজন আটক হয়েছেন যারা বাসস্থান, শ্রম এবং সীমান্ত লঙ্ঘনকারীদের পরিবহন সুবিধা, বাসস্থান ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন।
আইন লঙ্ঘনকারীদের মধ্যে বিভিন্ন পর্যায়ের আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন ৫৬ হাজার ৬৮৬ জন। যাদের মধ্যে ৫১ হাজার ৪৪৫ জন পুরুষ ও ৫ হাজার ২৪১ জন নারী। আটকদের মধ্যে ৪৯ হাজার ৭২১ জনকে সৌদি সরকারের কূটনৈতিক মিশনে তাদের ভ্রমণ-সংক্রান্ত নথি সরবরাহের জন্য পাঠানো হয়েছে। ১ হাজার ৭৪৯ জনকে নথি সংরক্ষণের জন্য বলা হয়েছে এবং ১০ হাজার ৯৬ জনকে বিতাড়িত করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply