গাজা স্ট্রিপে ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর অন্তত ১২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত আরও অনেক। গাজায় মোট নিহতের সংখ্যা ২৭ হাজার। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত এক সংস্থার বিশেষজ্ঞ এই তথ্য দিয়েছেন।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞকে নিয়োগ করেছে। জাতিসংঘের হয়ে তারা কথা বলবেন না। স্বাধীনভাবে তারা তাদের রিপোর্ট দেবেন। ওই বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭ অক্টোবর হামলার সময় হামাসও চারজন ইসরায়েলি সাংবাদিককে হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল লেবাননের তিনজন সাংবাদিককে হত্যা করেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাজা স্ট্রিপে সাংবাদিকদের প্রেস লেখা হেলমেট, জ্যাকেট পরতে বলা হয়েছিল। তাদের জন্য প্রেস লেখা বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল। জেনে-বুঝে সাংবাদিকদের উপর হামলা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের সেনা একাজ করেছে, যাতে সাংবাদিকেরা সমস্ত খবর এবং ছবি প্রকাশ করতে না পারেন। সাংবাদিকদের উপর এভাবে জেনেবুঝে হামলা চালানো ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।
এতে বলা হয়েছে, ইসরায়েলের সেনার সঙ্গে যোগ না দিলে বাইরে থেকে কোনো সাংবাদিককে গাজা স্ট্রিপের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কেবলমাত্র গাজার ভিতরে থাকা ব্যক্তিরাই সংবাদ পাঠাতে পারছেন বাইরে। এ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চার মাসে গাজায় সর্বমোট ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু নারী ও শিশু আছে। ইসরায়েলের বাহিনীর হামলায় তাদের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬৬ হাজার ১৩৯।
-রয়টার্স
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply